মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠনঃ আহবায়ক রুবেল, সদস্য সচিব আরিফ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ রাজশাহীর পুঠিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আরিফ সাদাতের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দৈনিক মানবজমিন পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল হক রুবেলকে আহবায়ক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি আরিফ সাদাতকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। 

আহবায়ক কমিটিতে রাজশাহীর স্থানীয় দৈনিক উপচার পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক ও অনলাইন পোর্টাল তরঙ্গ নিউজের এসএম হাসানুল ইসলাম সেন্টুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও প্রতিদিনের সংবাদের পুঠিয়া উপজেলা প্রতিনিধি আবু হাসাদ, দৈনিক আলোকিত সকালের পুঠিয়া উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ও দ্যা পিপুলস নিউজ টোয়েন্টিফোরের পুঠিয়া উপজেলা প্রতিনিধি মাহাফুজুর রহমান তুহিনকে সদস্য করা হয়েছে।

সভায় স্থানীয় সাংবাদিকদের এই প্রেসক্লাব ব্যতিত অন্যকোনো সংগঠনের সঙ্গে জড়িত না থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি আহ্বায়ক কমিটিতে থাকা সদস্যরাসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.