প্রিয় রাজশাহী ডেস্কঃ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। নভেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা ছাড়বেন টাইগার বাহিনীর একাংশ। বাকিরা রোববার (৩ নভেম্বর) একই সময়ে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের চাওয়ায় আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।