মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি

প্রিয় রাজশাহী ডেস্কঃ মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে রোববার আটলান্টা ইউনাইটেডের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নামে মায়ামি। ম্যাচে লিড নিয়েও শেষ পর্যন্ত মেসিরা হার নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৩ মিনিট বাকি থাকতেই গোল হজম করে মায়ামি। ৯৪ মিনিটের গোলে লিওনেল মেসির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে আটলান্টা।

এদিন নিজের সেরা খেলার ধারেকাছেও ছিলেন না মেসি। পুরো ম্যাচে সহজ কয়েকটি গোলের সুযোগও নষ্ট করেছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের মতোই বিবর্ণ ছিলেন সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় মায়ামি। ৪০ মিনিটে সেই গোলে ভুলটা ছিল আটলান্টার গোলকিপারের। গোল কিক নিতে গিয়ে বল দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। সেই বল আবার মার্টিনেজের কাছে গেলে তিনি জাল কাঁপিয়েছেন। বিরতির পর ৫৮ মিনিটে সমতা ফেরায় আটলান্টা। যার কারিগর ছিলেন পেদ্রো আমাদর। তার দেওয়া ক্রস থেকে হেড করে জালে বল পাঠান ডেরিক উইলিয়ামস।

এরপর দুই দলই গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচ ১-১ এ ড্র হবে বলেই মনে হচ্ছিল। তবে মায়ামিকে হতাশায় ডুবিয়ে ৯৪ মিনিটে জয়সূচক গোল করেন জান্ডে সিলভা। ঝাপিয়ে পড়েও মায়ামির শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক ড্রেক কালান্ডার।

অবশ্য এই গোলের পর মাত্রাছাড়া উদযাপনে হলুদ কার্ডও দেখেন তিনি। গোল করেই ছুটে গিয়েছিলেন মায়ামির দর্শকদের কাছে। সেখানে নিজের জার্সি ছিঁড়ে চিৎকার করলে তাৎক্ষণিক শাস্তি পান তিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.