মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে এমপিও আবেদন স্থগিত, ক্ষিপ্ত শিক্ষকদের অবস্থান 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী শিক্ষা আঞ্চলিক কার্যালয়ে কোনো পরিচালক না থাকায় কলেজ শিক্ষকদের এমপিও আবেদনের প্রক্রিয়া স্থগিত হওয়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের অধীনের কলেজ শিক্ষকরা।
আজ সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের মূলফটকের সামনে বিভিন্ন কলেজের আবেদন করা শিক্ষকেরা এ অবস্থান কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচীতে গোপালপুর মহিলা কলেজের শিক্ষক আলমগীর হোসেন, হাট গাঙ্গপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল হুদা, পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক নাদিয়া ইসলাম, নাটোর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় আন্দোলনরত শিক্ষকেরা বলেন, প্রতি ২ মাস পর পর এমপিও এর জন্য আবেদন করার সুযোগ পাই আমরা। এই আবেদনগুলো চূড়ান্ত ও বাতিল করার অগ্রাধিকার একমাত্র পরিচালকের রয়েছে। অন্যান্য বিভাগে এ আবেদন কার্যক্রম যথারিতি চলমান রয়েছে কিন্তু বেশ কিছুদিন আগে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালককে অন্য জায়গায় স্থানান্তর করায় আমাদের প্রায় ১৫-২০ হাজার আবেদন পত্র স্থগিত হয়ে গেছে। তাই অতিদ্রুত এখানে একজন নিয়োগপ্রাপ্ত পরিচালক প্রয়োজন।
তারা আরও বলেন, এমপিও আবেদন স্থগিত হওয়ায় চরম ক্ষতির স্বীকার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষকেরা। এতে আমাদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি আমরা। তাই আগামীকালের মধ্যে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে প্রক্রিয়াধীন এমপিও আবেদনগুলোর কার্যক্রম বাস্তবায়ন করার জোর দাবি জানান আন্দোলনকারীরা।
এছাড়াও দাবি না মানা হলে আগামীতে এ কর্মসূচী অব্যহত রাখারও হুশিয়ারী দেন তারা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.