শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএমডিএ’র কৃষিবান্ধব সেচ নীতিমালার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বৈষম্যমূলক সেচ নীতি পরিবর্তন করে কৃষকবান্ধব সেচ নীতিমালা ও কৃষক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সেচ পাম্পের অপারেটর নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের কর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের জেলাগুলো মারাত্মক খরার ঝুঁকি হওয়ায় ২০০৮ সালে বিএমডিএ সেচ নীতিমালা প্রনয়ন করে। এই নীতিমালার দোহাই দিয়ে বরেন্দ্রের গভীর নলকূপ পরিচালনা করে আসছে প্রভাবশালীরা। ফলে সেচকে কেন্দ্র করে কৃষকের মৃত্যু, মারামারি, দখল, পানির অন্যায্যতা, পানিহীনতা এবং প্রান্তিক কৃষকেরা পানির অধিকার বঞ্চনার শিকার হচ্ছেন।

তারা বিএমডিএ’র বৈষম্যমূলক সেচ নীতিমালা-২০০৮ পরিবর্তন করে কৃষকবান্ধব করার দাবি করেন।

এছাড়াও কর্মসূচি থেকে বরেন্দ্র এলাকার জলাধার, খাল-খাড়ি, নদ নদীগুলো খনন করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।

সচেতন নাগরিক সমাজ, সবুজ সংহতি ও বরেন্দ্র কৃষক সমাজের যৌথ ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.