নিজওস প্রতিবেদকঃ রাজশাহী জেলা শাখা জামায়াতের আমির ও সেক্রেটারির নাম ঘোষণা করেছে দলটি। আজ সোমবার (১১ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় জামায়াত ইসলামী রাজশাহী জেলা শাখার ২০২৫-২৬ সেশনের সেট-আপ সম্পন্ন হয়।
রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা শাখার সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা নায়েবে আমির মাওলানা আবদুল খালেক ও মাইনুল হোসেন শপথ গ্রহণ করেন।
এ ছাড়াও নব-নির্বাচিত জেলা কর্মপরিষদ সদস্য সরাসরি রোকনদের ভোটে নির্বাচিত বিভিন্ন উপজেলার আমিররাসহ নির্বাচিত বিভিন্ন পদে দায়িত্বশীলদের শপথ পাঠ করান নব-নির্বাচিত রাজশাহী জেলা আমির অধ্যাপক আবদুল খালেক।
সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিতরা হলেন আবুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, অধ্যাপক কামরুজ্জামান, নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম ও রেজাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন ।