নিজস্ব পরতিবেদকঃ রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা অবকাশ নাট্য সংগঠন ও সংগীত পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য নির্দেশক সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাট্যব্যক্তিত্ত্ব সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মঞ্চকথা থিয়েটার।
মঙ্গলবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মঞ্চকথা থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক ফজলুল বারী রনি নাট্যব্যক্তিত্ত্ব সুলতান আহমেদের আত্নার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও মঞ্চকথা থিয়েটারের সদস্য রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, নাজমা সরকার নাজ, রাকিবুল হাসান রকি, শংকর কুমার ধর, কাজি রাফিউর রহিম নাসিম, ফরিদুর রহমান ফয়সাল, মমিনুল ইসলাম বজলু প্রমূখ শোক প্রকাশ করেছেন।
এদিকে, সুলতান আহমেদের মৃত্যুতে ডাইরেক্টর অ্যান্ড আকটরস রাজশাহী গিল্ডের সভাপতি অলিউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার চয়ন শোক প্রকাশ করেছেন।
মরহুম সুলতান আহমেদের জানাজা কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে। এরপরে নগরীর হেঁতেম খাঁ কবরস্থানে নিজ সহধর্মীনির পাশে দাফন করা হয়।