নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ও নগরীর মহিষবাথান নিবাসী মোঃ রফিকুল হক সেন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। রফিকুল হক সেন্টু দীর্ঘদিন ক্যান্সারে রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।