নিজস্ব প্রতিবেদকঃ দেশের সকল গণতান্ত্রিক মানবিক সাংস্কৃতিক নারীর মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব নারী মুক্তি আন্দোলনের অগ্রসেনানী বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা মহিলা পরিষদ।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী জেলা পরিষদের নিজেস্ব কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
এছাড়াও জেলা মহিলা পরষদের প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সিরাজুন নেছা পারুল, ও বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ সভায় বক্তব্য দেন।