নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় নগরীর লালন শাহ উন্মুক্ত মঞ্চ এলাকায় একটি রেস্তোরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সেলস ম্যানেজার সিরাজুল ইসলাম সজলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরক্টর আলাউদ্দিন মিয়া।
এসময় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি ডিরেক্টর সাইফুল ইসলাম, এসিসট্যান্ট সেলস ম্যানেজার সারিকা পারভীন, রিপা খাতুন, ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি প্রমূখ উপস্থিত ছিলেন।