নিজস্ব প্রতিবেদকঃ ‘পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস -২০২৪ পালন উপলক্ষ্যে আজ ২৫ নভেম্বর’ ২০২৪ বিকাল ৪.০০ টায় নিজস্ব কার্যালয় থেকে একটি রেলী বের করা হয়।
রেলীটি শেষ করে রানী বাজার খানকা শরীফের গলিতে এসে শেষ হয়। এরপর নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন ও বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।
এই সভায় বক্তারা বলেন, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ছাত্র আন্দোলন পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান ও অগ্রগতি দৃশ্যমান হলেও নারী ও কন্যার প্রতি দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হচ্ছে না যা গভীর সংকট সৃষ্টি করছে । নারী ও কন্যার প্রতি সহিংসতা বিশেষ করে উত্ত্যক্ত করণ ও যৌন হয়রানি, সাইবার অপরাধ, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা সর্বোপরি নারীর প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি নারী আন্দোলনকে উদ্বিগ্ন করে তুলছে। এ ধরনের একটি পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, ২০২৪ পালন করতে যাচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ ২০২৪ এ নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলের সক্রিয় সহযোগিতা কামনা করছে।
সভায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন। সভায় বিভিন্ন পাড়া কমিটির সদস্য উপস্থিত ছিলেন।