মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ও মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটে’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বপুরুষের জন্ম এখানেই। আমরা আছি এবং এই দেশেই মৃত্যুবরণ করব। আমাদের নেতা চিন্ময় কৃষ্ণের অপরাধ তিনি হিন্দুদের অধিকার আদায়ে কাজ করেন। আমরা তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি শাহবাগে সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান বক্তারা।

প্রতিবাদ সভা শেষে আলুপট্টি মোড় থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। সেখান থেকে চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি না দিলে অচিরে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

স/শ.ই.তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.