সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বীজ আলুতে ‘সিন্ডিকেটের ছোবল’

 

নিজস্ব প্রতিবেদক: উৎপাদনে সঙ্গে রাজশাহীর আলুর আবাদও প্রতিবছরই বাড়ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারও আলোচনায় বীজ আলুর সিন্ডিকেটের কৃত্রিম সংকটের চিত্র! এ নিয়ে সাধারণ কৃষকরা যেমন বিপাকে, তেমনি উদ্বিগ্ন কৃষি দফতরও। দফায় দফায় বৈঠক করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিচ্ছে দফতরটি।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, রাজশাহী জেলায় এবার আলু আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার হেক্টর জমি। যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। এবার রাজশাহীতে আলু বীজের চাহিদা রয়েছে ৫৭ হাজার ৭৫০ মেট্রিক টন। রাজশাহী ৯ উপজেলার কোল্ডস্টোরেজগুলোতে বীজ আলুর বর্তমান মজুদ ৩৭ হাজার ৪০০ মেট্রিক টন। আর চলতি মৌসুমে ২২ হাজার ৩০০ মেট্রিক টন আলুর বীজ এরইমধ্যে উত্তোলন করা হয়ে গেছে।

দফতরটির হিসাব অনুযায়ী, চহিদার চেয়ে শুধু ক্লোডস্টোরেজগুলোতেই ১ হাজার ৯৫০ মেট্রিক টন আলুর বীজ বেশি রয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসিসি) সরকারি বীজ রয়েছে আরো প্রায় ৬০০ মেট্রিক টনের মতো। সবমিলিয়ে আড়াই হাজার মেট্রিক টনের বেশি বীজ আলুর উদ্বৃত্ত রয়েছে। এরপরও সিন্ডিকেটের ছোবলে অস্থীতিশীল রাজশাহীর বীজ আলুর বাজার!

কৃষি দফতর, কৃষকসহ সংশ্লিষ্টদের তথ্য বলছে, রাজশাহীতে যে পরিমাণ আলুর বীজ প্রয়োজন পড়ে তার অধিকাংশই চাষিরা নিজেরাই উৎপাদন করেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সাধারণ বীজ কেনেন। তারা কখনো অন্য চাষিদের থেকে আবার সরকারি সংস্থাসহ বেসরকারি প্রতিষ্ঠান থেকে বীজ ক্রয় করে থাকেন। মোট চাহিদার ২-৩ শতাংশ সরকারি সংস্থা বিএডিসি সরবরাহ করে থাকে। এছাড়া ব্রাকসহ আরো কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বীজ উৎপাদন করে নিজস্ব ব্যবস্থাপনায় তা বিক্রি করে।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অভিযোগ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বীজ সাধারণত ভালো হয়ে থাকে। এ কারণে চাষিদের আগ্রহ থাকে এই বীজ কেনার। কিন্তু এ বীজে ইচ্ছেমতো দাম আদায় করে থাকে ডিলার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

বিএডিসি সাধারণত তিনটি জাতের বীজ বিক্রি করে থাকে। সংস্থাটির তথ্যমতে, এ্যাস্টেরিক, ডায়মন্ড ও সানশাইন এই তিনটি জাতের বীজ তারা সরবরাহ করে থাকে। প্রতিকেজি এ্যাস্টেরিক জাতের আলু বীজ ডিলার পর্যায়ে ৫৯-৬০ টাকা এবং চাষি পর্যায়ে ৬৫-৬৬ টাকা, ডায়মন্ড ডিলার পর্যায়ে ৫৭-৫৮ এবং চাষি পর্যায়ে ৬৩-৬৪ টাকা এবং সানশাইন ডিলার পর্যায়ে ৫২-৫৪ এবং চাষি পর্যায়ে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা।

কিন্তু চাষি পর্যায়ে ৬০-৬৫ টাকা কেজি দরে কোনো জাতের বীজই পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন চাষিরা। চাষিরা বলছেন, প্রতিকেজি বীজ সর্বনিম্ন ৮০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। নানা অজুহাতে দাম ১০০ টাকা পর্যন্তও পৌঁছেছে।

পবা উপজেলার আলু চাষি সাগর আলী বলেন, মৌসুম শুরুর আগেই বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করেছেন এক ধরনের অসাধু ব্যবসায়ীরা। এভাবে কারসাজির মাধ্যমে আমাদের কাছ থেকে তারা বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন। পর্যাপ্ত যোগান থাকলেও বেশিভাগ ব্যবসায়ী তাদের দোকান ও গুদামে বীজ আলু রাখছেন না। নির্ধারিত মূল্যের চেয়ে মণপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা বেশি রেখে অজ্ঞাত স্থান থেকে কৃষকের কাছে বীজ আলু পৌঁছে দিচ্ছেন তারা।

আলু চাষি ইব্রাহামি আলী বলেন, আমি এবার চার বিঘা আলু লাগাচ্ছি। প্রতিবারই আলু বীজ নিজেই উৎপাদন করি। এবার পারিনি। আর এবারই দাম অস্বাভাবিক। গত বছর ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে আলু বীজ বিক্রি হয়েছে। আর আমি কয়েকদিন আগেই কিনেছি ৮০ টাকা কেজি দরে। এখন তো ওই আলু বীজই ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর গ্রেটাররোড এলাকার আলুর প্রজেক্ট ব্যবসায়ী খোকন তালুকদার বলেন, আমরা প্রজেক্ট নিয়ে ব্যবসা করি। বীজ নিজেরাই উৎপাদন করি। উদ্বৃত্ত থাকলে সেটা বিক্রি করি। এখানে সক্রিয় সিন্ডিকেট এবার শুরু থেকেই কৌশলে বাজারকে অস্থিতিশীল করেছে। পার্শ্ববর্তী জেলা নওগাঁ, নাটোরের দিকে বীজের সংকট আছে। অনেক বীজ ওই দিকে যাচ্ছে। আর নানা অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ চাষিদের থেকে বেশি অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে।

রাজশাহী কোল্ডস্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর জানান, বাজারে ৮০ টাকার উপরেই বীজ আলু বিক্রি হচ্ছে। সম্ভবত এবার রাজশাহীতে বীজ আলু কম। এ কারণেই সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, আমাদের যে পরিমাণ আলুর বীজ রয়েছে, তাতে কোনোভাবেই সংকট তৈরি হওয়ার কথা না। কিন্তু এমন অভিযোগ আসছে। আমরা প্রতিটি উপজেলায় এ নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে। কৃষি কর্মকর্তারা কাজ করছে। অভিযোগ পেলেই সেখানে গিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.