বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ, সম্পাদক হেলাল

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (৩০নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রাশেদুল হক ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন। উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম।

বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তিন পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন জন নির্বাচিত হয়েছে।

নির্বাচনকালীন সময়ে ভোট পর্যবেক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। ভোট গ্রহণ শেষে উক্ত নির্বাচনের আহ্বায়ক আকবর আলীর পরিচালনায় প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশের প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন নতুন প্রভাতের প্রতিনিধি আলতাফ হোসেন মন্ডল, কালবেলার প্রতিনিধি ইউসুফ আলী সরকার, এবং ইত্তেফাকের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের প্রতিনিধি নূর কুতুবুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, ডেল্টা টাইমের প্রতিনিধি নাজিম হাসান। এছাড়াও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণধ্বনি এর প্রতিনিধি হেলাল উদ্দীন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনালী সংবাদের প্রতিনিধি এস,এম, সামসুজ্জোহা মামুন।

এছাড়াও চারটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার প্রতিনিধি আব্দুল মতিন, কপিরাইট পদে ডেইলি অবজারভারের প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু।

নির্বাচনে কমিশনারের দ্বায়িত্ব ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা এবং আইসিটি অফিসার তাজরুল ইসলাম মিলন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.