নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলায় দুয়ারী নবায়ন যুব সংঘের আয়োজনে ২৬তম একদিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন।
উল্লেখ্য, দুয়ারী নবায়ন যুব সংঘের আয়োজিত ২৬তম একদিনের ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে চ্যাম্পিয়ন দল ন্যাশনাল ব্যাংক স্পোর্টিং ক্লাবকে ৬০ হাজার টাকা এবং রানার্স আপ দল দুয়ারী নবায়ন যুব সংঘকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুয়ারী নবায়ন সংঘের সভাপতি মো. এনায়েতুল্লাহ খান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ মো. মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, রাজশাহী সিটি কর্পোরেশন (সাবেক) কাউন্সিলর মো. আবু বাক্কার কিনু, নওহাটা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদল (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো. শরিফুর রহমান শরিফ, মহানগর দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও নওহাটা পৌর ছাত্রদলের (সাবেক) সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. শামিম আহম্মেদ।#