শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক পিএম সফিকুল ইসলাম কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামকে (৭০) কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১ ডিসেম্বর) রাজশাহীর বাগমারা থানার একটি মামলায় আসামি হিসেবে তাকে আদালতে তোলা হয়।

জামিনের আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে শনিবার বিকালে রাজশাহী নগরের বাসার রোডের সাধুরমোড় এলাকায় একটি রাজনৈতিক দলের নেতাকর্মী অধ্যাপক সফিকুলকে আটক করেন। সেখানে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে তোপের মুখে পড়ে পুলিশ।

অধ্যাপক পিএম সফিকুল ইসলামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে। তবে তিনি নগরীর কালুমিস্ত্রির মোড় এলাকায় বসবাস করেন। অধ্যাপক সফিকুল সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করতেন। অবসরের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের আগের কমিটিতে সহ-সভাপতিও ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

তার বিরুদ্ধে রাজশাহী মহানগর এলাকা ও তার নিজ উপজেলা বাগমারা থানায় কোনো মামলা ছিল না। গত ৯ সেপ্টেম্বর বাগমারা থানায় দায়ের হওয়া একটি মামলায় ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় তাকে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর রহমান আহত হন। সুস্থ হয়ে তিনি গত ৯ অক্টোবর বাগমারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে পিএম সফিকুল ইসলামের নাম এসেছে। এ কারণে তাকে গ্রেফতার দেখাতে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.