বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ে প্রবেশের সময় দুর্ঘটনায় শিশু আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ের সামনে নেই মাঠ, খোলা জায়গাও। সড়ক থেকে উঠলেই পাঁচ ফুটের একটি ফুটপাত। সেখানেই রাজশাহীর খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক। এই সড়কটি পার হয়ে বিদ্যালয়ে প্রবেশের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হয় এক শিশু শিক্ষার্থী। ঘটনার পর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রোববার (১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটলে কাগজে লেখা ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বেলা ৩টা পর্যন্ত চলে বিক্ষোভ। এ সময় বিদ্যালয়ে অবস্থান করছিলেন শিক্ষা কর্মকর্তারা।
আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নগরের রানীনগর এলাকায় অবস্থিত। আগে বিদ্যালয়ের সামনে কিছুটা ফাঁকা জায়গা ছিল। কিন্তু কয়েক বছর আগে শহরের তালাইমারী-কল্পনা হলের মোড় সড়কটি সম্প্রসারণ করতে গিয়ে জায়গা অধিগ্রহণ করে রাজশাহী সিটি করপোরেশন। এরপর সড়ক সম্প্রসারণ হয়, বিদ্যালয়টি এসে দাঁড়ায় একেবারে সড়কের ওপর।

দুর্ঘটনা ও সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা তারিন। তবে বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘আহত মেয়েটি এখন ভালো আছে। হাসপাতালে আমাদের কর্মকর্তা আছেন। তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ রাখছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখনো সড়কে আছে। এখন সমস্যা হলো স্কুলটা একেবারেই রাস্তার ওপর। সিটি করপোরেশন জায়গা অধিগ্রহণ করায় এ অবস্থা হয়েছে। এখন চাইলেই স্কুল সরিয়ে নেওয়া সম্ভব না। দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতন হতে হবে। কীভাবে এটা করা যায় আমরা দেখছি।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.