নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিরসণ করার জন্য ওয়ার্ডের বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ সমাধানও করেন।
রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওয়ার্ড কার্যালয়ে গিয়ে টিসিবি কার্ড কিভাবে কিভাবে বিতরণ করা হচ্ছে খোঁজ নেন। সেইসাথে দরিদ্র ব্যক্তি যে দলেরই হোক না কেন তাদেরকে কার্ড প্রদান করার আহ্বান জানান। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, যদি কোন ব্যক্তি ধনী বা ভালোভাবে সংসার পরিচালনা করতে পারে এমন ব্যক্তিদের বাদ দেয়ার কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য তাজ উদ্দিন আহমেদ সেন্টু ও আবু হেনা মোহাম্মদ শাহীন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেলিম, সদস্য সচিব মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান সেন্টু, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, জয়নুদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান প্রমুখ।