মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্পাসে ক্রিকেট খেলার সময় রাবি শিক্ষার্থীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক: খেলা চলাকালে ‘স্ট্রোক’ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে খেলা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষনাৎ তাকে রাবি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিয়াম আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

জানা যায়, রবিবার বিকেলে সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট খেলার সময় সিয়াম বন্ধুদের থেকে পানি খেতে চায় এবং এসময় তার খিঁচুনি হতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে বন্ধুরা তাকে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাবি আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন উপস্থিত অন্যরা তাকে রাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এটা প্রাথমিকভাবে স্ট্রোক মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় আইন ও ভূমি প্রশাসন শোকাহত।

রামেক হাসপাতালের মিডিয়া অফিসার ড. শঙ্কর বলেন, আনুমানিক ৪টার দিকে শিক্ষার্থীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি নিহত শিক্ষার্থী খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.