মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে নিহত হওয়ার ১৩৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রায়হান আলীর মরদেহ দাফনের ১৩৩ দিন পর কবর থেকে তোলা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে আদালতের নির্দেশে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রাম থেকে মরদেহটি তোলা হয়। রায়হান আলী ওই গ্রামের মামুন সরদারের ছেলে। মরদেহ তোলার সময় উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুরে সড়কে গুলিবিদ্ধ হন রায়হান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর নিয়ে যায়। সেখানে রায়হান আলীর মৃত্যু হয়।

সেদিন রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলে সে সময়ের পরিস্থিতি বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মামুন সরদার গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন এর আওতাধীন গাছা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার উপপরিদর্শক (এসআই) লাবু মিয়া জানান- সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহটি কবর থেকে তুলতে আদালত নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পেয়ে রায়হান আলীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.