সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরেন্দ্র এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাক প্রতিবন্ধি কোরবান প্রামাণিক (৩২) নামের এক ব্যক্তি তার দশবছরের মেয়ে কুহেলীকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাণীনগর রেলস্টেশনের অদূরে চকের ব্রীজ নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত-কোরবান প্রামাণিক উপজেলার জিয়ানিপাড়া গ্রামের মনছের আলী প্রামাণিকের ছেলে।

নিহত কোরবান প্রামাণিকের ভাই শরিফুল ইসলাম জানান কোরবানের স্ত্রীকে নিয়ে তার পরিবারে কলহ লেগেই থাকতো। কোরবান তার সঙ্গে মাছের ব্যবসা করতো। কোরবানের দুই মেয়ে রয়েছে। কিন্তু কোরবানের স্ত্রী পরকিয়া প্রেমের সঙ্গে জড়িয়ে পরে।

এমন বিষয় নিয়ে একাধিকবার বৈঠক করেও কোন লাভ হয়নি। গতকাল রবিবার পরকিয়া প্রেমিকের হাত ধরে কোরবানের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে। এই রাগ আর ক্ষোভে কোরবান তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে সোমবার সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমরা কোরবানের স্ত্রীর উপযুক্ত শাস্তি দাবী করছি। যে মহিলার কারণে আজ দুটি প্রাণ অকালে ঝড়ে গেলো তার দৃষ্টান্তরমূলক শাস্তি চাই।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান সোমবার চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা ও মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুইজনের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.