বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে পুকুর ভরাট বন্ধের দাবিতে স্মারকলিপি

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরে পুকুর ভরাট বন্ধ করা, সকল পুকুর সংরক্ষণ করা এবং ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। সোমবার এই স্মারকলিপি দেওয়া হয়।

এতে জানানো হয়, নগরের কাশিয়াডাঙ্গা থানার ফেতরাপাড়া জামে মসজিদের অদূরে সোহাগ হাজীর পুকুর (শওকতের ভাটার পুকুর নামে পরিচিত) ও নগরের বোয়ালিয়া থানার লিচুবাগান এলাকায় (রেটিনা কোচিং সেন্টারের গলিতে) উদয়ন কোচিং সেন্টারের সামনে বিশাল আকৃতির দুটি পুকুর ভরাট চলছে। এসব পুকুর ভরাট বন্ধ করে সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি জানানো হয়।

ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সোমবার রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক আফিয়া আখতারকে এই স্মারকলিপি দেন। এছাড়া স¥ারকলিপির অনুলিপি পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মাহমুদা পারভীন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের কাছে ডাকযোগে পাঠানো হয়েছে।

এছাড়াও পুকুর ভরাট বন্ধসহ সাতদফা দাবি সম্বলিত চিঠি রেজিস্ট্রি ডাকযোগে অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এসএম তুহিনুর আলম ও বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া অভিজিৎ সরকারের কাছেও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.