নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শোভাযাত্রা ও পথসভা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মিনার চত্বর থেকে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি বের করা হয়।
পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পথসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাবলিহা আনবার, লায়লা নূর তানজু, উন্নয়ন সংস্থা ব্র্যাকের সমন্বয়ক মহসীন আলী প্রমুখ বক্তব্য দেন।
কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।