মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন-ট্রুডোদের ঈদ শুভেচ্ছায় সিক্ত মুসলিম বিশ্ব

বিশ্বজুড়ে মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জো বাইডেন, জাস্টিন ট্রুডো, অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, আমলারা। এই ঈদ সবার জীবনে সুখ-শান্তি ও ভালোবাসার ছোঁয়া বয়ে আনবে বলে আশাপ্রকাশ করেছেন তারা।

ঈদ শুভেচ্ছায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এবারের ঈদুল আজহা আমেরিকাজুড়ে মুসলিমদের হৃদয়ে ও ঘরে ঘরে আনন্দ, শান্তি এবং ঐক্য নিয়ে আসুক। ঈদ মোবারক!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের ও সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকের জন্য নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ট্রুডো বলেছেন, এই সময়ে দেশজুড়ে পরিবার ও বন্ধুরা প্রার্থনা করতে, খাবার ভাগাভাগি করতে এবং অভাবীদের সঙ্গে খাবার ভাগ করে নিতে একত্রিত হয়। তাই আমরা সবাই কানাডার মুসলিম সম্প্রদায়ের প্রদর্শিত ত্যাগ, সমবেদনা ও উদার মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হতে পারি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার শুভেচ্ছাবার্তায় বলেছেন, যুক্তরাজ্য এবং সারা বিশ্বের মুসলিমদের ঈদ মোবারক। তিনি বলেন, ঈদুল আজহা আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। সেইসঙ্গে, আমাদের চারপাশের লোকদের জন্য বিশ্বকে একটি ভালো জায়গা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঈদ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদুল আজহা উদযাপনে সবার জন্য শুভকামনা। বিভাজন ও সংঘাতের সময়ে আসুন, সহানুভূতি এবং সংহতির মূল্যবোধ থেকে অনুপ্রেরণা নেই। ঈদ মোবারক।

ঈদ উদযাপনকারী মুসলিমদের পাশাপাশি হাজিদেরও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। টুইটারে তিনি বলেছেন, সব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা হজযাত্রায় অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক এবং হজ মাবরুর।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.