বৃহস্পতিবার | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা পরিষদের মতবিনিময় সভা

 

নিজস্ব প্রতিবেদক: ‘পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরের সিপাইপাড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজের ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য দেন, জেলার সহ-সভাপতি শাহনাজ বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, হাই কেয়ার স্কুলের শিক্ষিকা শফিকুন নাহার ও আফরোজা বেগম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহারিয়ার মনন, রাজশাহী কলেজের ছাত্র তৌফিক ফরহাদ প্রমূখ। সভাটি পরিচালনায় ছিলেন, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.