নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ গার্ল গাইডসের অষ্টম জেলা রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজশাহী নগরীর বিলশিমলায় গাইড হাউজে দিনব্যাপী এই রেঞ্জার ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা কমিশনার সাবরীনা শারমিন।
এর আগে সকাল ৭টায় রেঞ্জার ক্যাম্প শুরু হয়। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর গেজেট ভাগ হয় সকাল ১০টায়। বেলা ১১টা থেকে মানসিক স্বাস্থ্যের ওপর সেশান পরিচালনা করেন ড. মনজিলা খাতুন। বিকালে মহাতাবু জলসা (সমাপনী) অনুষ্ঠিত হয়। এবারের রেঞ্জার ক্যাম্পে ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।