বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহীতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- শাহিনুর ইসলাম, তুহিনুজ্জামান তুহিন, মো. মৃদুল, জাহাঙ্গীর আলম ও কামরুল হাসান সাইমন।

এদের মধ্যে শাহিন রাজশাহীর কর্ণহার থানার বিলনেপালপাড়ার বাসিন্দা। তিনি পবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। আর বেলপুকুর থানার জামিরা গ্রামের তুহিন পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

নগরের মতিহার থানার কাজলা এলাকার মৃদুল মহানগর ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক। কামরুল হাসান ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সাবেক সম্পাদক। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চিনঘোরিয়া গ্রামে। বর্তমানে রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম নগরের উপশহর নিউমার্কেট এলাকার হযরত আলীর ছেলে। তিনি আওয়ামী লীগকর্মী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, এদের সবাইকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.