মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন: মিলন

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দেশ এখন অর্র্ন্ততীকালীন সরকারের অধীনে চলছে। এই সরকার ইচ্ছা করলে সবকিছু করতে পারেন না। বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে রাখলেও বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কঠোর হতে পারছেনা। এই বাজার সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এই ৩১ দফার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯ দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এই ১৯ দফা দিয়েছিলেন। কারণ জিয়াউর রহমান ছিলেন একজন দার্শনিক।

সভায় সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভুঁইয়া, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক ও সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক মাওলা বক্স ও দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.