সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের মাসে চলে গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার খোকন

 

নিজস্ব প্রতিবেদক: বিজয়ের মাস ডিসেম্বরে চলে গেলেন স্বাধীন বাংলা অন্যতম খেলোয়াড় ফজলে সাদাইন খোকন (৭২)। শনিবার বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ৃ রাজিউন)। গত কয়েক মাসে একের পর স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তিরা চলে যাচ্ছেন।

মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নগরীর হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন তিনি।

খোকনের স্ত্রী শাহেদুন নেশা নীলা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খোকন সংকটাপন্ন অবস্থায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার বাদ জোহর হেতেম খাঁ গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

গত পাঁচ মাসে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ৫ সদস্য। এ বছরের ২৯ জুলাই মারা যান আমিনুল ইসলাম সুরুজ। ৮ আগস্ট সাইদুর রহমান প্যাটেলের মৃত্যু সংবাদ আসে। এরপর ১৯ সেপ্টেম্বর বিমল করও চলে যান না ফেরার দেশে। ১৮ নভেম্বর অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যান। সেই শোক সামলানোর আগেই এবার চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার ফজলে সাদাইন খোকন।

রাজশাহীর বোয়ালিয়ার ফুটবলার ফজলে সাদাইন খোকন অনেক দিন ধরেই ছিলেন আলোচনার বাইরে। মৃত্যু দিয়েই যেন শিরোনামে আসলেন তিনি। ১৯৬৮ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে শুরু। ১৯৭০ সালে ওয়ারান্ডার্সে, ’৭৪ সালে ওয়াপদা হয়ে ১৯৭৬ সালে আবাহনীতে নাম লেখান। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল ৩৫ জন খেলোয়াড় নিয়ে। রাজশাহী থেকে এই দলের একমাত্র সদস্য ছিলেন ফজলে সাদাইন খোকন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.