মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ‘তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহীর উদ্যোগে এই দিবস পালন করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আয়োজিত এ সভায় বিভাগীয় কমিশনার বলেন, ‘শুধু দুর্নীতির বিরোধীতাই আমরা বলি তা না, দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই, প্রতিরোধ করতে চাই। আমরা যদি না করি তো করবে কারা? দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় ছাত্র-ছাত্রীদের সাথে সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী স্লোগান দেন বিভাগীয় কমিশনার। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, ‘দুর্নীতির মূল কারণ হচ্ছে নৈতিকতাশূন্য কাজ, নৈতিকতাশূন্য বিবেক। শুধু দুর্নীতি দমন করলেই হবে না কারণ দমন করলে তার বীজ থেকে যাবে, তাই দুর্নীতি নির্মূল করতে হবে।’

রাজশাহী দুদকের পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা ওসচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.