নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোয় তিন ভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মালিকদের কাছ থেকে ওই টাকা আদায় করার পাশাপাশি একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ইউসুফপুর ও শলুয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক নীল রতন সরকার বলেন, দীর্ঘদিন ধরে চারঘাটের ইউসুফপুর ইউনিয়নের নওদাপাড়া জনবসতিপূর্ণ এলাকায় মাজদার রহমান নামের এক ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসছে। এমন খবর জানতে পেরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাজদার রহমানের ইটভাটায় কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা জরিমানা আদায় করে তার ইটভাটা সিলগালা করে দেওয়া হয়।
এছাড়াও শলুয়া ইউনিয়নের হলিদাগাছী এলাকার একতা ইটভাটা ও এমএনএন ইটভাটাকে একই অপরাধে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
পরিদর্শক নীল রতন সরকার বলেন, কোথাও সরকারি নিয়মের বাইরে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কেউ সরকারি নিয়মনীতি উপেক্ষা করলে তাকে আইনের আওতায় আনা হবে।