মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যানেল চেয়ারম্যান নিয়ে জটিলতা, ‘প্রশাসক’ নিয়োগের সিদ্ধান্ত

 

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন গা ঢাকা দিয়েছেন।

চেয়ারম্যান জটিলতার বিষয়ে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থী সাধারণ জনগণসহ বড়গাছী ইউপি’র দুইজন প্যানেল চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে এসব সমস্যা সমাধানের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। এরই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের সার্বিক পরিস্থিতি বিবেচনা পূর্বক তিন সদস্য বিশিষ্ট উপজেলা তদন্ত কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক এর নিকট ‘প্রশাসক’ নিয়োগের তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

এই বিষয়ে দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করে বড়গাছী ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মনসুর রহমান তার অভিযোগে জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিকত্ব, ট্রেডলাইসেন্স, দাপ্তরিক বিভিন্ন চিঠির সাথে ভুল বুঝিয়ে প্রতারণামূলকভাবে তার স্বাক্ষর নিয়েছে। তিনি স্বজ্ঞানে কোন পদত্যাগপত্রে স্বাক্ষর করেন নি। তিনি আরো জানান, তিনি চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তির দাবিদার। তাকে না দিয়ে যিনি চেয়ারম্যানের প্যানেলেই নাই, তিনি দায়িত্ব পান কিভাবে?

অপরদিকে প্যানেল চেয়ারম্যান-২ মো. জিয়াউর রহমান তার লিখিত অভিযোগে জানান, তিনি অসুস্থতাজনিত কারণে মাসিক সভায় উপস্থিত হতে পারেন নি। তিনি প্যানেল চেয়ারম্যান-২ পদ থেকে অব্যাহতি দেন নি। বর্তমানে তিনি উক্ত পদে বহাল থেকে কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছা পোষণ করেন।

এবিষয়ে সেবাপ্রার্থী মো. শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী ১ম কার্যদিবস থেকে ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান গঠন করতে হয়। সেই মোতাবেক দুইজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত ছিলেন। ওই দুইজন প্যানেল চেয়ারম্যান ব্যতিত আর কোন মেম্বার বৈধ নয়। এক্ষেত্রে হেলাল মেম্বার প্যানেল চেয়ারম্যান হিসেবে নিজেকে দাবি করছেন- সেটা সম্পূর্ণ অবৈধ। সৃষ্ট জটিলতার ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, প্যানেল চেয়ারম্যান নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিই। কমিটির প্রদত্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী নির্দেশনার জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এর পর দেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার (সদস্য) গা ঢাকা দিয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান-মেম্বার। জনপ্রতিনিধি না থাকায় সেবাপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ ও প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

তদন্ত কমিটির রিপোর্ট থেকে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর‘ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ’বিষয়ে একটি পরিপত্র জারি করে স্থানীয় সরকার বিভাগ। এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের উদ্ভূত অসুবিধাগুলো দূর করতে পরিপত্রের আলোকে দুটি আদেশ জারি করা হয়েছে- এর একটি হলো অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন।

অন্যটি হলো প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যেকোনো জটিলতা দেখা দিলে বর্ণিত আইনের ধারা ১০১ ও ১০২ প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে তার অধীন কর্মকর্তা যেমন-উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী কমিশনার (ভূমি) বা উপযুক্ত সরকারি কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন। এই আদেশের আলোকে বড়গাছী ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান পদের একাধিক দাবীদার থাকায় জটিলতা দেখা দিয়েছে।

এই সমস্যা সমাধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন এবং রিপোর্টে প্রাপ্ত মতামতের আলোকে প্রশাসক নিয়োগ দেয়ার প্রস্তাব দিয়ে সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.