মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর দিলেন শিক্ষার্থীরা

 

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জানাজার নামাজ বাদেই পোষ্য কোটাকে কবর দিয়েছে শিক্ষার্থীরা। অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না বলে জানান। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিনেট ভবন প্রাঙ্গনে এই কবর দেওয়া হয়।

এর আগে, শহিদ মিনার চত্বর থেকে পোষ্য কোটার প্রতিকী লাশ নিয়ে জোহা চত্বরে অভিমুখে জানাজার উদ্দেশ্য রওনা দেয় শিক্ষার্থীরা। এময় উপস্থিত শিক্ষার্থীরা জানাজার নামাজ না পড়ার সিদ্ধান্ত নেয়।

এসময় শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক; জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে; আপোষ না মৃত্যু, মৃত্যু মৃত্যু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে মুক্তি চাই; পোষ্য কোটার গদিতে, আগুন জ্বালো একসাথে ইত্যাদি স্লোগান দেয়।

জানাজার নামাজ না পড়ার প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না। যেটার কোনো অস্তিত্ব নেই সেটার জানাজা কি পড়বো?

সিনেট ভবন প্রাঙ্গনে কবর শেষে মোনাজাত করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটাকে ব্যক্তি হিসেবে গন্য করে জাহান্নামের সর্ব নিম্ন স্তরে পাঠানোর জন্য দোয়া করা হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার সহ বিভিন্ন বিভাগের বিশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.