নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মহিলা পরিষদ
এদিন সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি -এই স্লোগানে সামনে রেখে সমমনা সংগঠনকে সাথে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন প্রমুখ।
বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা
মানবাধিকার ও উন্নয়ন সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক’ কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। এদিন সকাল ১০ টায় নগরীরর জিরোপয়েন্টে একটি র্যালি ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার সাও, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম, সদস্য আজমিরা পারভীন, মোতাকাব্বির হোসেন ও বিশাল চৌধুরী প্রমুখ। দিবস পালনে সার্বিক সহযোগিতা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
জামায়াতে ইসলামী
বিশ্ব মানবাধিকার দিবসে রাজশাহীতে জামায়াতের ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা আমীরবৃন্দ।
এছাড়াও নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন, সমাবেশ ও র্যালি করেছে অধিকার রাজশাহী।