সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব- ১৮ জাতীয় ক্রিকেটের ফাইনালে রাজশাহী

 

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে অনুষ্ঠিত ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব- ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রাজশাহী। তারা ১৭ রানে বগুড়া জেলাকে হারিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) টসে হেরে রাজশাহী ব্যাট করতে নেমে নির্ধারিত ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রয়েল ৮৬ বলে ৬৭ ও শোভন ৭০ বলে ৬৭ রান করে।

বিপক্ষ দলের পক্ষে রনি মিয়া ২২ রানে ৩ টি উইকেট নেন। ১৬৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বগুড়া ২৭.৫ ওভারে ১৪৬ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ জামি ৫৬ বলে ৫৪ ও রিয়াদ ৩৮ বলে ২৮ রান করে। বিপক্ষ দলের পক্ষে জোয়ারদার ৩৪ রানে ৪ টি ও আলম ২৭ রানে ২ টি উইকেট নেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফাইনাল খেলায় সফরত রাজশাহী ও নওগাঁ জেলা অংশ নেবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.