নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দলের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। সভায় তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা কখনো কল্পনাও করেননি গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হবে। শেখ হাসিনা যে আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে।
জামায়াতে ইসলামীর মহানগরীর নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।