নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে অধীন শেখ রাসেল মডেল স্কুলের নবম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তির মাধ্যমে দুই স্কুলের সমন্বয়ের দাবি জানিয়েছেন শেখ রাসেল স্কুলের শিক্ষার্থী ও অবিভাবকদের একাংশ।
বুধবার (১১ ডিসেম্বর) নবম শ্রেণিতে দুই স্কুল সমন্বয়ের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে মানববন্ধনে এ দাবি জানান তারা।
জানা যায়, শেখ রাসেল মডেল স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও বিগত বছরগুলোতে স্কুল কর্তৃপক্ষ কয়েকটি ব্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করায়। তবে এবছর রেজিস্ট্রেশন করানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়ে নবম শ্রেণি পড়ুয়া ৬০ শিক্ষার্থী।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমরা শেখ রাসেল স্কুলের ১৪০০-১৫০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় স্কুলে নিতে বলছি না। আমাদের দাবি, যারা অষ্টম শ্রেণি পাশ করে নবম শ্রেণিতে ভর্তি হচ্ছে, সেই ৬০ জন শিক্ষার্থীকে মার্জ করে শেখ রাসেল থেকে রাবি স্কুলে দেওয়া হোক।
আমরা বারবার বার ভিসি, প্রো-ভিসি, আইইআর পরিচালকের কাছে অভিযোগ-চিঠি দিচ্ছি, বিনয়ের সাথে বলছি, কিন্তু তারা তাদের বাচ্চাদের মতো করে দেখছে না বিষয়টা। তাদের বাচ্চাগুলো বিশ্ববিদ্যালয় স্কুলে পড়ে, যার ফলে শেখ রাসেল স্কুলের বাচ্চাদের প্রতি তাদের কোন গুরুত্ব নেই। তারা এ ব্যাপারে ডোন্ট কেয়ার মনে করতেছে। এসময় শিক্ষার্থীদের অন্তত ১৫ জন অভিভাবক উপস্থিত ছিলেন।
সার্বিক বিষয়ে রাবির আইইআর-এর পরিচালক অধ্যাপক ড. আলপনা আকতার বানু বলেন, আন্দোলনকারীরা আমার কাছে লিখিতভাবে কোনো দাবি জানান নি। সম্ভবত উপাচার্য স্যারের কাছে একটা লিখিত দাবি জানিয়েছেন। গণতান্ত্রিক দেশে যে কেউ যেকোনো বৈধ দাবি করতেই পারে। কিন্তু বাস্তবতাটাও তো বুঝতে হবে। রাবি স্কুলে এমনিতেই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি হয়ে আছে। তার উপরে আবার আরেকটা স্কুলের শিক্ষার্থী কিভাবে নিবে তাঁরা?