মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় তানোর দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তানোর দিবস পালন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে তানোর খাদ্য গুদাম সংলগ্ন গোল্লাপাড়া শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতিতে স্মরণসভার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

শহীদ পরিবার ও শহীদদের সহযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন শহীদ কমরেড এরাদ আলীর ছোট ভাই এরশাদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ কমরেড ওয়ারেজ উদ্দিনের ছোট ভাই লুৎফর রহমান। অ্যাড. হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা লেখক ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী।

শহীদদের সহযোদ্ধা পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার মাসুদ, গণঅধিকার রাজশাহী মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, রাবির অধ্যাপক সারোয়ার জাহান সুজন, শহীদদের সহযোদ্দা আরিফুর রহমান বাচ্চু, রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম। রাবির ছাত্র সমন্বয়ক মোহাম্মাদ আলী তোহা, গণসংহতি নেতা অ্যাডভোকেট মুরাদ মুর্শেদ, বাসদের নেতা আলফাজ উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.