নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন দিক ঘুরে জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের সামনে পথসভা করে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের কোটি মানুষের মনে আঘাত দিয়েছে। ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে তখন মনে করতে হবে বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে।