নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় নেমেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী ঠিকাদার সমিতি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পানি উন্নয়ন বোর্ড ও এর আশেপাশে এলাকার প্রচারণা চালিয়েছে ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, পাানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সহ-সভাপতি আলী আজম, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল, খাজা তারেক সিজার, সহ-সাধারণ সম্পাদক রহিম রেজা, সাংগঠনিক সম্পাদক মইনুল হক জালু, দপ্তর ও তথ্য সম্পাদক আবু জাফর টুটু, অর্থ সম্পাদক সোহেল রানা দিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জাফর আলমগীর বাবু প্রমুখ।
প্রচারণার সময় ঠিকাদাররা বলেন, ৩১ দফা আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এ ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে এ দফাগুলো হচ্ছে তার রূপরেখা।