সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে গারোদের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এই অনুষ্ঠান শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শুরু হয়ে চলে রাত পর্যন্ত।

রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসবের আয়োজন হয়। উৎসবে সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডী।

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতি গোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

উৎসবের এই দিনে ধনী গরিব, ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।

পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্বতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাওাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা, পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং এবং ফাদার লিটন কস্তা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.