সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈকালী সংঘের গৌরবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহ্যবাহী হকি ও ক্রিকেটের প্রশিক্ষণ কেন্দ্র বৈকালী সংঘ গৌরবের ৪৮ বছর পার করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে ক্লাবের হকি ও ক্রিকেটের ছাত্র-ছাত্রী নির্বাহী কমিটির সদস্যগণ ও বৈকালী সংঘের শুভাকাঙ্খীরা। বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় পতাকা, ক্লাব পতাকা, ঢাক-ঢোল, বাঁশি, রঙ্গিন বেলুন ফেস্টুন নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি বৈকালী সংঘের ক্লাব চত্বর কাজিহাটা মনিবাজার থেকে আরম্ভ হয়ে মিন্টু চত্বর হয়ে আবারও ক্লাবে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেক কাটা মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। বক্তব্য রাখেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সহসভাপতি রফিকুল ইসলাম সাওদা, সহসাধারণ সম্পাদক এসএম সালাহ্উদ্দীন রতন, হকি কোচ সিরাজুল ইসলাম, রায়হান উদ্দিন হালিম, জাতীয় দলের হকি খেলোয়াড় সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম শিশু প্রমুখ।

মনিরুজ্জামান ছানা বলে, বৈকালী সংঘ রাজশাহী একটি অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ১৯৭৬ সালের ১৬ই ডিসেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। বাংলাদেশের হকি ও ক্রিকেট খেলাধুলা অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বৈকালী সংঘ রাজশাহী। এ ক্লাবের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বহু সংখ্যক বাংদেশে জাতীয় দল এবং আন্তর্জাতিক পর্যায়ে হকি ও ক্রিকেট খেলোয়াড় তারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

ফ্রি ক্লিনিক, বিনামূল্যে ওষুধ ,স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.