নিজস্ব প্রতিবেদক: মোহনপুরে গলায় ফাঁস নিয়ে রুস্তম (৩৭) নামে এক আদীবাসী ব্যক্তি আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বেলনা ঝালপুকুর গ্রামে শয়ন কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুস্তমের বাবা মৃত জগেন।
জানা গেছে, দুই বছর পূর্বে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় রুস্তমের। এরপর থেকে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সোমবার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বাজনরা। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মোহনপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।