নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে আলোর দিশারী সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বায়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক শরিফুল হক।
উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের নওহাটা পৌরসভার আহ্বায়ক শফিকুর রহমান রয়েল, যুগ্ম আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, আলোর দিশারী সংগঠনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জনি হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।