নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে রাজশাহী নগরীর সোনাদিঘী মোড় ও সাহেববাজার এলাকাযর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ঠিকাদার সমিতির সভাপতি সফিউল আলম বুলু।
এসময় সফিউল ইসলাম বুলু জানান, নগরীর বিভিন্ন স্থানে অনেক হতদরিদ্র মানুষ রাতের বেলা শীতে কষ্টের মধ্যে থাকে। তাদের কথা চিন্তা করেই কম্বল বিতরণ করা হয়েছে। শীত যতদিন থাকবে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
শীতবস্ত বিতরণকালে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির, সহ-সভাপতি শফিকুল আলম, পাানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সহ-সাধারণ সম্পাদক রহিম রেজা রানা, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, দপ্তর ও তথ্য সম্পাদক আবু জাফর টুটু, অর্থ সম্পাদক সোহেল রানা দিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জাফর আলমগীর বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।