নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তথ্য মেলার উদ্বোধন হয়েছে। রাজশাহী কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও রাজশাহী জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন ও সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ( আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সকলের তথ্য জানার অধিকার আছে। প্রত্যেক প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা আছেন। কিন্তু বাস্তবে তাদের ফোন দিলে পাওয়া যায় না। নাগরিকদের অধিকারকে মূল্য দিতে হবে। আমাদের দায়িত্ব, তথ্য প্রবাহ অবাধ করা। এছাড়া তথ্য অধিকার আইনের প্রয়োগ ও এধরনের মেলার মাধ্যমে তথ্য জানার উদ্যোগকে স্বাগত জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক যহুর আলী বলেন, আমরা ডিজিটাল যুগের বাসিন্দা। ডিজিটাল যুগে ‘ইনফরমেশন ইজ পাওয়ার।’ বাংলাদেশে টিআইবি সত্য তথ্য প্রকাশ করে। মিথ্যা তথ্যের বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারি চাকুরীজীবী হিসেবে মানুষের সেবা করতে হবে।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে। টিআইবির প্রধান ড. ইফতেখারুজ্জামান স্যার দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন। একারণে আমরা আশাবাদী, আমরা আরো সফলতার সাথে কাজ করতে পারবো। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি রুখে দেওয়া সম্ভব।
সনাক সদস্য আলিমা খাতুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন তথ্যমেলা ২০২৪ বাস্তবায়ন উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি)। এবারের মেলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, কর অঞ্চল, যুব উন্নয়ন অধিদপ্তর, সিভিল সার্জন এর কার্যালয়, বাংলাদেশ মহিলা পরিষদ, পরিবর্তনসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।