মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুভমেন্ট ফর কমন রাইটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক: নাগরিক সমস্যা ও দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির মূল্যে কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুভমেন্ট ফর কমন রাইট সাধারণ অধিকারের জন্য সংগ্রাম। বুধবার (১৮ ডিসেম্বর) নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও মুভমেন্ট ফর কমন রাইটের আহ্বায়ক রাগিব আহসান মুন্না। তিনি দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, রাজপথের এই কথা যদি রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে না যায়, তাহলে তার কানে গরম পানি ঢালা হবে।

তিনি বলেন, রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর দাবি তুলেছি। হোল্ডিং ট্যাক্স যদি যদি না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করব। সিটি করপোরেশনে এখন মেয়র নেই। বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন।

মুন্না বলেন, অন্যায়ভাবে ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম বাড়ালে নিদারুণ কষ্ট হয়। ওয়াসার পানির এত দাম আর কোথাও নেই। দাম পরিশোধে আমরা হিমশিম খাচ্ছি। যতক্ষণ না পানির দাম কমছে, ততক্ষণ লড়াই চলবে। শুধু রাজপথ দখল করা হবে না; ওয়াসা অফিস ঘেরাও করে আমরা দাবি আদায় করে বিরত হব।

সভায় পরিচালনা করেন সংগঠনটির সদস্য সচিব আইনজীবী আবু রায়হান মাসুদ। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল হাসান, আতাউল্লাহ, সংগঠনটির সদস্য আল মামুন রাজিব আহসান জেমি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.