শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক ১৫০

পুলিশের গুলিতে এক কিশোরের নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসে পুলিশ কর্মকর্তার গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হলে মঙ্গলবার রাত থেকে চলমান বিক্ষোভে আটক হয়েছেন অন্তত ১৫০ জন আন্দোলনকারী। কিছুদিন আগেই পেনশন সংস্কারের বিক্ষোভে টালমাটাল হয়েছিল ইউরোপের এই দেশটি। খবর বিবিসির।

বিক্ষোভের দ্বিতীয় দিনে ফ্রান্সের টাউন হলসহ দেশজুড়ে বিদ্যালয় ও থানাগুলোর সামনে ‘চরম সহিংসতার’ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

পুলিশ বলছে, কিশোরের নাম নাহেল এম। তাকে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সে তা অমান্য করায় গুলি করতে তারা বাধ্য হয়েছে। নাহেলের এই হত্যাকে ‘অমার্জনীয় অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রোঁ।

ফরাসি-আলজেরীয় এক পরিবারের সন্তান নাহেল। ২০১৭ সাল থেকে দেশটির ট্রাফিক পুলিশের গুলিতে নিহতের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ অথবা আরব, রয়টার্স এক প্রতিবেদনে এমন পরিসংখ্যানের বিষয় উল্লেখ করেছে।

সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ অফিসার গাড়ি থামানোর চেষ্টা করছেন। একজন তার অস্ত্রটি জানালা দিয়ে চালকের দিকে তাক করছেন। এ সময় কিশোরটি গাড়ি চালিয়ে যাচ্ছিল। তখন কাছ থেকে পুলিশ গুলি করে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.