মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণ ও স্কুলমুখী করে তুলতে সাড়ে সাত লাখ টাকার শিক্ষাবৃত্তি ও ২৪টি সাইকেল বিতরণ করা হয়েছে।

সেই লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২৪ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ১৯০ জনকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় আদিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন- অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর নির্বাহী পরিচালক রাজকুমার সাঁও।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন- দেশে আদিবাসীদের শিক্ষার হার অপেক্ষাকৃত কম। এই পিছিয়ে পড়া প্রান্তিক শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উচ্চশিক্ষার্থে উদ্বুদ্ধকরণে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। আদিবাসীদের উন্নয়নের মহাসড়কে সামিল করতে সরকারের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

আদিবাসী শিক্ষার্থীদের দারিদ্র্যতার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা ও শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করতেই বিশেষ সহায়তা প্রদান কর্মসূচি চলমান রয়েছে। এর সঠিক বাস্তবায়নের ফলে আদিবাসী শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, দেশের আদর্শ নাগরিক ও দেশ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চশিক্ষাতে আদিবাসী শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে ২৪ জন ছাত্রীকে বাইসাইকেল ও ১৯০ জন আদিবাসী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় মোট ১৯০ জন আদিবাসী শিক্ষার্থীদের সাড়ে ৭ লাখ টাকার শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ২৫০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা ও কলেজ পর্যায়ের ১০ জন শিক্ষার্থীদের ৯ হাজার পাঁচশত টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও আদিবাসী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ২৪ জন ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো আবুল কালাম আজাদ, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক শেখ মকবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.