সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ৮ তরুণ-তরুণী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার আটজনের মধ্যে পাঁচজন তরুণ ও তিনজন তরুণী। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর সাহেববাজার গণকপাড়া এলাকার আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে এ অভিযান চালানো হয়। হোটেল তিনটি থেকে আটজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.